বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সত্যজিৎ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণাঃ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। মৃতার নাম প্রিয়াঙ্কা মিদ্যা চক্রবর্তী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর সুবুদ্ধিপুর বেলতলা এলাকার। মৃতার দাদা অর্ণব মিদ্যা জানান, শুক্রবার রাতে প্রিয়াঙ্কার স্বামী ফোন করে জানান তাঁর বোন আত্মহত্যা করেছে।খবর পেয়ে বাড়ির লোকজন এসে বোনকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।তারপরেই পুলিশকে খবর দিলে বারুইপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার দাদার অনুমান বোনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ মূল অভিযুক্ত আশিষ চক্রবর্তীকে গ্রেফতার করেছে।
এলাকাসূত্রে খবর পাড়ারই যুবক আশিষ চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বছর দেড়েক আগে প্রিয়াঙ্কা মিদ্যার বিয়ে হয়। বিয়ের মাস ছয়েক পরে প্রিয়াঙ্কা জানতে পারে আশিষের অন্য একটি মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করায় একাধিক বার তাকে মারধর করা হয়েছে বলে জানান মৃতার পরিবারের সদস্যরা। এমনকি মারধর করে তাকে বাপেরবাড়ি তুলে দিয়ে আসার ঘটনাও ঘটেছে বলে সূত্রের খবর। পেশায় বেসরকারি ইংরাজি মাধ্যমের শিক্ষিকা একাধিক বার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের হাতে নির্যাতিত হয়েও আত্মসম্মানের ভয়ে স্বামীর সংসারে থেকে সংসার করার জন্য সহ্য করে ছিলেন।
এদিন স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় তাকে পরিকল্পনা মাফিক হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত আশিষ চক্রবর্তীকে বারুইপুর থানার পুলিশ শনিবার সকালে গ্রেফতার করেছে। আপাত দৃষ্টিতে আত্মহত্মা বলে মনে হলেও আসলে কি কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
Discussion about this post