অসময়ে চলে যাওয়া এক রাজপুত
ছবিঃ সংগৃহীত
বলিউড থেকে রাজনৈতিক মহল, খেলোয়াড় জগত্ থেকে ছাত্রছাত্রী- সুশান্তের গুণমুগ্ধ অনুরাগীদের কেউই এই অকালমৃত্যুটা যেন মেনে নিতে পারছেন না।সুশান্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে ক্রীড়া– সমাজের সব মহল। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ট্যুইটারে সকলে প্রতিক্রিয়া জানাতে থাকেন।অভিনেতা শাহরুখ খানের টুইট, ‘‘ওকে খুব মিস করব। আমাকে বেশ পছন্দ করত। ওর প্রাণশক্তি আর হাসি রয়ে যাবে স্মৃতিতে।’’
রবিবার বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ । পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা । এদিন তার ঘরের দরজা ভেঙে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে । তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। বলিউডে একের পর এক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। নজর কেড়েছিলেন ব্যোমকেশ বক্সীর চরিত্রে। শ্যুটিংয়ের জন্য ঘুরে বেড়িয়েছিলেন কলকাতার আনাচে কানাচে। ধোনির বায়োপিকে অসাধারন অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি । অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই তারকা। মহান এই তারকার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।সবমিলিয়ে বলা চলে অসময়ে না ফেরার দেশে পাড়ি দিলেন এক রাজপুত।
Discussion about this post