বাংলা নিউজ ২৪ ওয়েবডেস্কঃ তিনি যেন দৈত্যকূলে প্রহ্লাদ। খোদ যোগী রাজ্যে এবার বিজেপি শীর্ষ নেতৃত্বের মধ্যে থেকেই নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের প্রবল বিরোধিতা শোনা গেল। শুধু তাই গোরক্ষপুরের বিধায়ক হুমকি দিলেন একজনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের গায়ে যদি হাত পড়ে তিনি পদত্যাগ করবেন।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিজেপি বিধায়ক রাধামোহন দাস আগরওয়াল। নাগরিকত্ব আইনের জন্য যদি একজন মুসলিমকেও ভারত ছাড়তে হয় তবে তিনি পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন ওই বিজেপি বিধায়ক।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই বিরোধীদের প্রবল সমালোচনায় বেশ খানিকটা ব্যাকফুটে কেন্দ্রের শাসকদল বিজেপি। অবিজেপি একাধিক দলের লাগাতার আন্দোলনে পালটা সিএএ-র সমর্থনে রাজ্যে-রাজ্যে অভিনন্দন যাত্রাও শুরু করেছে গেরুয়া শিবির। অভিনন্দন যাত্রার মধ্য দিয়ে দেশবাসীকে নাগরিকত্ব আইন সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন বিজেপি নেতারা। দেশজুড়েই চলছে এই কর্মসূচি। পাশাপাশি দিল্লির শাহিনবাগে কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা জমায়েত হয়েছেন ছোট শিশুদের কোলে নিয়ে, একই ভাবে পথ দেখাচ্ছে কলকাতার পার্কসার্কাস।
Discussion about this post