পশ্চিমবঙ্গ সরকারের কাছে লকডাউনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানালো বেঙ্গল ইমাম এ্যসোসিয়েশান
কলকাতাঃ দেশজুড়ে চলছে লকডাউন। করোনা আবহে আতঙ্কিত গোটা দেশ তথা প্রতিটি রাজ্য। এই রাজ্যেও ইতিমধ্যে থাবা বসিয়েছে মারন ভাইরাস করোনা। কেন্দ্রীয় সরকারে তরফে মার্চ মাসের ১৭ তারিখ পর্যন্ত লকডাউনের ঘোষনা করেছে। অন্যদিকে রাজ্য সরকার ২১ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে। তবে এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানাল বেঙ্গল ইমাম এ্যসোসিয়েশান। তাদের দাবী করোনার প্রকোপ যেভাবে বাড়ছে দিনদিন তাতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন। এছাড়া তাঁরা আরও জানিয়েছেন ২৫/০৫/২০২০ তারিখে ইদ। ঈদের পুর্বে লকডাউন তোলার কোন প্রয়োজন নেই।তাদের মতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করুন। কোন অবস্থাতেই ৩০শে মে আগে লকডাউন যেন না তোলা হয়। এছাড়া রাজ্য সরকারের কাছে এমনই দাবী জানিয়েছেন তারা। প্রতিবছর সাধারন মানুষ রোজা শেষে খুশির ঈদের অপেক্ষায় থাকে তবে এবার রমজান যেন অন্যরকম। তাই বেঙ্গল ইমাম এ্যসোসিয়েশান এর দাবী মানুষ আগে বাঁচুক উৎসব পরে হবে। শুধু তাই নয় রাজ্য সরকারের সাথে থাকার তারা সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
Discussion about this post