করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে অভিনব উদ্যোগ ভাঙড়ে
নিজস্ব সংবাদদাতাঃ করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে এক অভিনব উদ্যেগ নিল ভাঙর ১ নম্বর ব্লক প্রশাসন । ভাঙড় ১ নম্বর বিডিও অফিসে করোনা জয়ীদের সংবর্ধনা জানাতে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ভাঙড়ে স্থানীয় এলাকাবাসী, যারা মারন ভাইরাসকে জয় করে আবার সমাজের মুলস্রোতে ফিরেছেন । তাদেরকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিদিন বাংলায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই তালিকায় বাদ যায়নি দক্ষিন ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের করোনায় সংক্রমিত হয়েছিলেন বেশ কয়েকজন। সেই সকল করোনা যোদ্ধাদের মনোবল বাড়াতে এক গুরুত্বপুর্ন পদক্ষেপ নিলেন ভাঙড় ১ নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র। এদিন তিনি জানান দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা এই যুদ্ধ করে চলেছেন। সেই সকল যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে আমরা এই পদক্ষেপ গ্রহন করেছি। ডাক্তার পারভিন বানু বলেন করোনাকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্য আধিকারিক অনিমেষ হোড় বলেন মাক্স আমাদের এখন জীবনধারণের অঙ্গ । এটিকে সবসময় কাছে রাখবেন। বাড়ির বাইরে গেলে নাক মুখ ঢেকে রাখবেন। বাজারে ভিড় এড়িয়ে চলুন। যতটা কম বাড়ির বাইরে যাবেন।হাত মাঝে মধ্যে স্যানিটাইজেশন করবেন। আজ সকাল থেকেই ভাঙড় এক নম্বর বিডিও অফিস চত্বর জুড়ে ছিল সাজো সাজো রব।
বিডিও অফিসের অডিটোরিয়াম চত্বরে সকাল থেকেই দেখা গেল স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিক সহ সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবিদের, যারা মারন ভাইরাসকে প্রতিহত করতে যারা দিনরাত লড়াই করে চলেছেন । কোভিড-১৯ এর সঙ্গে যুক্ত সমস্ত যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এক অভিনব উদ্যেগ নিতে দেখা গেল ভাঙড় এক বিডিও অফিসের পক্ষ থেকে।
এদিনের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে ভাঙড় এক নম্বর ব্লকের বিডিও সৌগত পাএ জানান ‘গত আড়াই মাস ধরে করোনা মোকাবিলার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন চিকিৎসক, নার্স, পুলিশ-প্রশাসন, সাফাই কর্মীরা। পাশাপাশি করোনা নিয়ে নানা খবর সাধারণ মানুষের কাছে দিনরাত পৌঁছে দিচ্ছেন সাংবাদিক বন্ধুরা। সকলের মিলিত প্রচেষ্টায় আমরা সুস্থ রয়েছি। করোনাকে হার মানানোর জন্য তাঁদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতেই আমরা এই অভিনব উদ্যেগ নিয়েছি।
Discussion about this post