লকডাউনের দিন রাতে নাবালিকাকে কে বিয়ে করতে গিয়ে গ্রেফতার বর
নিজস্ব প্রতিবেদন নরেন্দ্রপুরঃ লকডাউনের দিন রাতে নাবালিকাকে কে বিয়ে করতে গিয়ে গ্রেফতার বর৷ এই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহে ৷ ধৄতের নাম বাপ্পা মন্ডল ৷ তার বাড়ি বারুইপুর থানা এলাকায় ৷ রাতেই খবর পাওয়া মাত্র নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে নাবালিকার বাড়ি থেকে গ্রেফতার করেছে৷ রবিবার তাকে বারুইপুর আদালতে তোলা হবে৷ নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ৷ নাবালিকার বিয়ে বন্ধে পুলিশের পক্ষে প্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নাবালিকা বিয়ে রুখতে তারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ রাখেন৷ তাদের নিয়ে একটি ওয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছে৷ সেখান থেকেই তারা খবর পান বলে জানা গিয়েছে৷
Discussion about this post