প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

কংগ্রেস রাজনীতিতে ‘ছোড়দা’ বলেই পরিচিত ছিলেন সোমেন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।তাঁর প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা অধ্যায়ের সমাপ্তি হল। তাঁর মৃত্যুতে প্রদেশ কংগ্রেস-সহ বাংলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান ঘটল।প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর জীবনাবসানে শোকপ্রকাশ করলেন প্রাক্তন জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি লিখেছেন, ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করব। পরিবারের প্রতি ভালবাসা ও সমবেদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমেন মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। টুইটে তাঁর পরিবার, অনুরাগী ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Discussion about this post