মুম্বইয়ে আজ বিকেলে সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্য।
গতকাল বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝূলন্ত দেহ । রবিবার দুপুরে পটনায় সুশান্তের পৈতিক বাড়িতে খবরটা এসে পৌঁছতেই গোটা শহরের লোক ভিড় জমায় বাড়ির সামনে । প্রিয় ছেলের এমন শোচনীয় চলে যাওয়ার খবরটা যেন কেউই বিশ্বাস করতে চাইছিলেন না । মহান এই তারকার প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ। সুত্রের খবর মুম্বইয়ে আজ বিকেলে সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্য। ভিলে পার্লেতে পবনহংস এরোড্রোমের কাছে শ্মশানঘাটে হবে অন্তিম কাজ।
ছবিঃ সংগৃহীত
Discussion about this post