বঙ্গে বর্ষার আগমন
অবশেষে প্রতিক্ষার অবসান, বঙ্গে বর্ষার আগমন। কার্যত বাংলার বর্ষার চিরাচরিত যা রূপ সেটাই এখন দেখা যাচ্ছে রাজ্যের বুকে। আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষন আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের কয়েকটি জেলা ও দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে শুক্রবার। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গেও একাধিক জায়গায় শুক্রবার ভারী বৃষ্টি হয়েছে।
Discussion about this post