৫৩তে বিদায় নিলেন ইরফান খান
৫৩তে বিদায় নিলেন ইরফান খান
বাংলা নিউজ ২৪ ডিজিটাল ডেস্কঃ কোলন ইনফেকশনে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি প্রখ্যাত অভিনেতা ইরফান খান মারা গেলেন আজ। পিকু, লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ড এর এই জনপ্রিয় তারকা অভিনেতা বেশ কয়েক মাস ধরে একটি টিউমার ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন এবং কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা করিয়ে মুম্বাই ফিরেও এসেছিলেন। লকডাউন শুরুর আগে তার শেষ চলচ্চিত্র আংরেজি মিডিয়ামের প্রিমিয়ারে হাজির থাকেন নি তিনি। সদ্য তিন দিন আগেই তার ৯৫ বছর বয়সী মা সাইদা বেগম মারা যান,লক ডাউনের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মায়ের অন্তিম যাত্রা দেখেন তিনি, যেতে পারেননি জয়পুরে। গতকালই তাঁকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ইরফান খান তাঁর স্ত্রী সুতপা ও দুই ছেলেকে রেখে গেছেন। ১৯৬৭ সালের ৭ ই জানুয়ারি ভারতের জয়পুরে জন্ম তার, ৫৩ বছর বয়সে মুম্বাইয়ে কোকিলাবেন ধিরু আম্বানী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় না ফেরার দুনিয়ায় চলে গেলেন তিনি।
Discussion about this post