বাংলা নিউজ ২৪ ওয়েবডেস্কঃ চলতি বছরে অর্থনীতিতে নোবেল পেয়েছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনাায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার দুফলো। তাঁদের সঙ্গেই নোবেল প্রাপক হিসেবে রয়েছেন মাইকেল ক্রেমার।
মঙ্গল বার আদ্যন্ত ভারতীয় পোশাকে পুরস্কার গ্রহণ করলেন এই ‘নোবেল দম্পতি’। ভারতীয় তথা বাঙালি সাক্ষী রইল সেই গর্বের মুহূর্তের। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে সেই নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানে ভারতীয় পোশাকেই উপস্থিত ছিলেন অভিজিৎ ও এস্থার। অভিজিতের পরণে ছিল ধুতি, কুর্তা, পাঞ্জাবী আর এস্থারের পরণে ছিল শাড়ী। নোবেল বিজয়ী এই দম্পতি আগেই জানিয়েছেন পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ তাঁরা তাদের গবেষণার জন্য খরচ করবেন।
( ছবি সংগৃহীত)
Discussion about this post