আপনার কি রেশন কার্ড নেই? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন
আপনার কি রেশন কার্ড নেই? তাহলে অযথা বিভ্রান্ত হবেন না। জেনে নিন বিস্তারিত।যাদের রেশন কার্ড নেই কিন্তু বিগত 6 মাস আগে বিডিও অফিসে ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু রেশন কার্ড এখনো পাননি তারা আগামী 10 তারিখের মধ্যে খাদ্য দপ্তর থেকে পাঠানো কুপন পাবেন। ওই কুপন দেখিয়ে নির্দিষ্ট সময়ে রেশন দোকান থেকে রেশন সামগ্রী পাবেন ।অযথা বিভ্রান্ত হবেন না। কুপন গুলি বাড়িতে পৌঁছে দেওয়া হবে।যাদের নামে কুপন আসবে তাদের নামের তালিকা নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস ও রেশন ডিলারের কাছে থাকবে।কুপন বিতরনের সম্ভাব্য সময়সীমা আগামী 6 এপ্রিল থেকে 9এপ্রিল।
Discussion about this post